ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

সাজেকে যাওয়ার পথে দুর্ঘটনার খুবি শিক্ষার্থী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, সেপ্টেম্বর ১৭, ২০২৫
সাজেকে যাওয়ার পথে দুর্ঘটনার খুবি শিক্ষার্থী নিহত

খুলনা: রাঙামাটি জেলার পর্যটন স্পট ‘সাজেক’ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের বহনকারী একটি চান্দের গাড়ি। এ দুর্ঘটনায় মোছাঃ রুবিনা আফসানা রিংকী নামে এক ছাত্রী নিহত হয়েছেন।

এতে শিক্ষার্থী ও শিক্ষকসহ আরও ১১ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) খুবির ট্যুরের একটি চান্দের গাড়ি সাজেক যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়।  নিহত শিক্ষার্থী মোছাঃ রুবিনা আফসানা রিংকী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুরের শিক্ষক দম্পতি আব্দুর রহমান ও জান্নাতুল ফেরদৌসের কন্যা। সে খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের আবাসিক শিক্ষার্থী। তার স্টুডেন্ট আইডি নং ২১১৭১৬।

ট্যুরে থাকা শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীরা সেশনাল ট্যুরে রওনা হন। এই টিমে ৩৮ জন শিক্ষার্থী, ডিসিপ্লিন প্রধানসহ ৪ জন শিক্ষক ও ২ জন সাপোর্টিং স্টাফ ছিলেন। আজ সাজেক যাওয়ার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি চান্দের গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে খাদে পড়ে যায়। ওই গাড়িতে একজন শিক্ষক ও ১১ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে রিংকী নিহত এবং অন্যরা আহত হন। আহতদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে এই ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার রুবিনা আফসানা রিংকির আত্মার মাগফিরাত কামনা করছে। একই সাথে আহত শিক্ষার্থী ও শিক্ষকের দ্রুত আরোগ্যের জন্য সকলের দোয়া প্রার্থনা করছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদসহ সকল উপাসনালয়ে নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

 

 

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।