ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরায় কলেজ শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪
সাতক্ষীরায় কলেজ শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকসিস) সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।



জাতীয় শিক্ষানীতি’র পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং আইএলও, ইউনেস্কো’র সুপারিশমালা অনুযায়ী সম-অভিজ্ঞতা, সম-যোগ্যতা, সম-দায়িত্বের ক্ষেত্রে বৈষম্যহীন নীতিমালা প্রণয়ন ও শিক্ষকদের মার্যাদার দাবিকে যৌক্তিক পরিণতিতে নেওয়ার লক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হলো।

সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ রাশেদুল হাসান প্রমুখ।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাকশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদুল হক।

অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে আরো বেশি আন্তরিক হতে হবে। সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়ে দেশের সমৃদ্ধি ও উন্নয়নের পথে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ