ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে প্রধান প্রকৌশলীর ওপর হামলার ঘটনায় মামলা

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪
রাবিতে প্রধান প্রকৌশলীর ওপর হামলার ঘটনায় মামলা ছবি: ফাইল ফটো

রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারপিটের ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, শনিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।



মামলায় আসামি করা হয়েছে- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিন, সহসভাপতি তন্মা আনন্দ অভি ও কর্মী মামুনকে। এছাড়া অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়েছে।

ওসি জানান, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চাঁদা দিতে অস্বীকার করায় ওই প্রকৌশলীকে পিটিয়ে জখম করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

চাঁদা না দেওয়ায় বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে পিটিয়ে জখম করে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিনের নেতৃত্বে সহসভাপতি তন্মা আনন্দ অভি ও কর্মী মামুন এ হামলা চালায়।

এ ঘটনায় ওই তিন ছাত্রলীগের নেতাকর্মীকে শনিবার বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর আগে শুক্রবার তুহিনকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ