ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৮২ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৪
জবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৮২ শিক্ষার্থী

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রায় ৮২ জন।

এবার মোট ২৭৬০টি আসনের বিপরীতে ২ লক্ষ ২৫ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।



বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ‘এ’ ইউনিটে ৭৯০টি আসনের বিপরীতে ৬১ হাজার ৪৫৯ জন, ‘বি’ ইউনিটে ৭১০টি আসনের বিপরীতে ৫০ হাজার ৫৫১ জন, ‘সি’ ইউনিটের ৬২০টি আসনের বিপরীতে ৪৫ হাজার ৫৩২ জন, ‘ডি’ ইউনিটে ৫৪০টি আসনের বিপরীতে ৬৫ হাজার ৯৬১ জন এবং ‘ই’ ইউনিটে মোট ১০০টি আসনের বিপরীতে ২ হাজার ৪৫৬ জন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র http://jnu.teletalk.com.bd অথবা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.jnu.ac.bd গিয়ে ডাউনলোড করা যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৫ সেপ্টেম্বর শুক্রবার ‘সি’ ইউনিটের, ১২ সেপ্টেম্বর শুক্রবার ‘এ’ ইউনিটের, ১৩ সেপ্টেম্বর শনিবার ‘ই’ ইউনিটের, ১৯ সেপ্টেম্বর শুক্রবার ‘বি’ ইউনিটের এবং ২৬ সেপ্টেম্বর শুক্রবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হয়েছে।

পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সঙ্গে মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস এবং প্রোগ্রাম করা যায় এরূপ ক্যালকুলেটর আনা নিষিদ্ধ। কোন পরীক্ষার্থীর কাছে উল্লেখিত ফোন, ডিভাইস বা ক্যালকুলেটর পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে।

সব ভর্তি পরীক্ষা বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.jnu.ac.bd  পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ