ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ষষ্ঠ বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড জানুয়ারিতে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৪
ঢাবির ষষ্ঠ বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড জানুয়ারিতে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড ২০১৫ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।  

প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ওই বছরের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।



মঙ্গলবার আয়োজক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এর আগে ২১ আগস্ট ৬ষ্ঠ বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. হাসিনা খানের সভাপতিত্বে অলিম্পিয়াড সাংগঠনিক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আয়োজক সূত্র জানায়, ষষ্ঠ বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন ফরম এবং সিলেবাস অলিম্পিয়াডের ওয়েবসাইট www.biochemolympiad.org এ পাওয়া যাবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে যোগাযোগের জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ