ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

ঝালকাঠি সরকারি কলেজের সূবর্ণজয়ন্তী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, সেপ্টেম্বর ২, ২০১৪
ঝালকাঠি সরকারি কলেজের সূবর্ণজয়ন্তী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঐতিহ্যবাহী ঝালকাঠি সরকারি কলেজের ৫০ বছর পূর্তি (সূবর্ণজয়ন্তী) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।



এ সময় বাদ্যযন্ত্র বাজিয়ে র‌্যালিতে আনন্দ উল্লাস করে শিক্ষার্থীরা। র‌্যালিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আমীন, উপাধ্যক্ষ সৈয়দ আলী আজম, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র রেজাউল করিম জাকির, কাউন্সিলর মাহাবুবুজ্জামান স্বপন, প্রাক্তন ছাত্র তরুন কর্মকার, কলেজ ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুল ইসলাম হৃদয়সহ শত শত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী অংশ নেয়।

পরে কলেজের অডিটরিয়ামে অধ্যক্ষ প্রফেসর নুরুল আমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।