ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রধান শিক্ষকের বদলি দাবিতে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪
প্রধান শিক্ষকের বদলি দাবিতে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

রংপুর: মিঠাপুকুর উপজেলার বালুচর কাশিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা খাতুনের বদলির দাবিতে ক্লাস বর্জনের পাশাপাশি দ্বিতীয় সাময়িক পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। একই দাবিতে আন্দোলন করছেন অভিভাবকরাও।



শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২৭ বছর আগে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষিক হিসেবে যোগ দেয় মাহফুজা খাতুন। এরপর থেকে বিদ্যালয়ের টাকা আত্মসাৎ এবং অন্যান্য নানা ধরনের অনিয়ম ও দ‍ুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা অনিয়মের বিষয়ে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করলে রংপুর শিক্ষা বিভাগ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত শেষে  প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় ২৫ জুন তাকে চক দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হলেও অসুস্থতার অজুহাতে উচ্চ মহলে বদলি ঠেকানো তদবির শুরু করেন।

এর প্রেক্ষিতে ২৩ জুলাই বদলি আদেশ বাতিল করা হলে বিক্ষুদ্ধ হয়ে ওঠেন অভিভাবকরা।

আন্দোলনের ধারাবাহিকতায় গত ২৪ দিন যাবৎ ক্লাস বর্জন করে চলেছে শিক্ষার্থীরা। পাশাপাশি কালো পতাকা হাতে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করেন অভিভাবকরা।

তবে, মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি’র সঙ্গে দেখা করে ক্ষোভ প্রকাশ করলে তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
বাংলানিউজের সঙ্গে আলাপকালে মাহফুজা খাতুন ক্লাস বর্জনের বিষয়টি স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের ক্লাস বর্জনের জন্য অভিভাবকরাই দায়ী।

তবে ভিন্ন মত জানান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সোলেমান আলম। তিনি বলেন, প্রধান শিক্ষিক ও অভিভাবকদের মধ্যে বিরোধের কারণেই বিদ্যালয়ে এ ধরণের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ