ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৪
রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি(রাজশাহী): ‘শৃঙ্খল মুক্তির মন্ত্রে, গড়ি নতুন প্রাণের বন্ধন’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে কিউট-বিএফডিএফ তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।

রাবি বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরামের (বিএফডিএফ) আয়োজনে শুক্রবার সকালে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।



প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ অংশগ্রহণ করছে।

শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিএফডিএফ এর প্রধান নির্বাহী সদস্য আনন্দ শংকর রায় চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিজনেস স্টাডিজ অনুষদের ডিন আমজাদ হোসেন, বিএফডিএফ এর উপদেষ্টা শাহ আজম শান্তনু ও রোকসানা বেগম প্রমুখ।

প্রতিযোগিতার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন, সিরাজী ভবন, ডিনস্ কমপ্লেক্সে প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়।

এছাড়া দ্বিতীয় দিন শনিবার সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হবে।

এ দিন বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন- তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এসময় প্রতিমন্ত্রী ‘ডিজিটাল বাংলাদেশ: আমাদের আকাঙ্ক্ষা ও অভিজ্ঞতা’ শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন। পরে তিনি বিতর্কে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ