ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে পিএইচডি ও এম.ফিল ডিগ্রি প্রদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৪
জাবিতে পিএইচডি ও এম.ফিল ডিগ্রি প্রদান

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৪ জন গবেষককে পিএইচডি এবং ৯ জনকে এম.ফিল ডিগ্রি প্রদান করা হয়েছে।

২৩ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই ডিগ্রি প্রদান করা হয়।

বিজ্ঞপ্তি।

পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা হলেন: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নুহ-উল-আলম, ইতিহাস বিভাগের মো. নেয়ামত উল্ল্যা, সৈয়দা সায়েলা তায়েফ, বাংলা বিভাগের ঝুমুর আহমেদ, প্রতœতত্ত্ব বিভাগের রুদ্র প্রসাদ সমাদ্দার, সরকার ও রাজনীতি বিভাগের আবুল কালাম আজাদ, আকলিমা আরা বেগম, হেলাল উদ্দিন, মুহাম্মদ উবায়দুল ইসলাম, আবদুল আলীম, লোক প্রশাসন বিভাগের মাহফুজুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের আওলাদ হোসেন, ইমরুল কায়েস মনিরুজ্জামান, অর্থনীতি বিভাগের রেজাউল করিম, প্রাণিবিদ্যা বিভাগের মোহাম্মদ মোফাজ্জল হোসাইন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ফৌজিয়া আক্তার সেলিনা, আফিফা খাতুন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আতিকুর রহমান, পদার্থবিজ্ঞান বিঅগের খাজা জাকারিয়া আহমদ চিশতী, রসায়ন বিভাগের মোহা. রেজাউল হক, গণিত বিভাগের রওশন আরা আক্তার, কাজী হুমায়ূন কবীর, মো. রেজাউল করিম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড  ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মিজানুর রহমান।

এম.ফিল ডিগ্রিপ্রাপ্তরা হলেন: সরকার ও রাজনীতি বিভাগের সেলিনা, জাকির হোসেন, মাহফুজুর রহমান, লোক প্রশাসন বিভাগের সাবিনা ইয়াসমিন, নাজমা আক্তার, ইতিহাস বিভাগের আনিছা পারভীন, বাংলা বিভাগের মোহাম্মদ শামসুল আলম, আয়েশা সিদ্দিকা, এবং প্রাণিবিদ্যা বিভাগের শারমীন আখতার।

সিন্ডিকেট সভায় গবেষকদের কাজ সুষ্ঠুভাবে তত্ত্বাবধানের জন্য সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।                                          

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ