ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে বিতর্ক প্রতিযোগিতায় জাবি চ্যাম্পিয়ন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৪
রাবিতে বিতর্ক প্রতিযোগিতায় জাবি চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভারসিটি ডিবেটিং সোসাইটি এবং রানার আপ হয়েছে ঢাকা ইউনিভারসিটি ডিবেটিং সোসাইটি।

রাবি বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) ও কিউটের যৌথ আয়োজনে শনিবার বিকেলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।



প্রতিযোগিতায় ডিবেটর অব দ্য টুর্নামেন্ট এবং ডিবেটর অব দ্য ফাইনাল হয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিভারসিটি ডিবেটিং সোসাইটির মাহবুবুল ইসলাম।
ব্যক্তিগত বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেহেদি হাসান, দ্বিতীয় হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লেলিন, তৃতীয় হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাকিল আহমেদ।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিএফডিএফ এর প্রধান নির্বাহী সদস্য আনন্দ শংকর রায় চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, বিএফডিএফ এর উপদেষ্টা শাহ্ আজম শান্তনু ও রোকসানা বেগম।

প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ২৭টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ অংশ নেয়।

প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার ছিল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ