ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি’র সমাজকর্ম বিভাগের অচলাবস্থা কাটেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
শাবিপ্রবি’র সমাজকর্ম বিভাগের অচলাবস্থা কাটেনি ছবি: ফাইল ফটো

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অচলাবস্থা এখনও কাটেনি। বিভাগীয় শিক্ষকের ওপর হামলার ঘটনায় গত আট দিন ধরে কার্যত অচল রয়েছে বিভাগটি।



রোববার হামলাকারী ওয়েস আহমদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলমান অবস্থান ধর্মঘট পালনের ব্যাপারটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন। এছাড়াও, তিনদফা দাবিতে বিভাগের ক্লাস-পরীক্ষাও বর্জন রেখেছেন তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী বৃহস্পতিবার থেকে কঠোর কর্মসূচি পালন করা হবে।
 
গত ২৮ আগষ্ট সকালে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদকে অফিস কক্ষে কুপিয়ে আহত করে ওয়েস। ওয়েস একই বিভাগের মাষ্টার্স ২য় সেমিস্টারের ছাত্র।

জানা যায়, ঘটনার পর থেকেই ‍আন্দোলনে নামেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও পাঁচদফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে।

আরও জানা যায়, ইতোমধ্যে প্রশাসন ঘটনা তদন্তে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়ে দুটো তদন্ত কমিটি গঠন করে।

হামলার ঘটনায় গঠিত কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে কমিটি প্রশাসনের কাছ থেকে আগামী ১০ তারিখ পর্যন্ত অতিরিক্ত সময় চেয়েছে। হামলাকারীর সঙ্গে কথা বলার জন্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা আব্দুল কুদ্দুস মারফত মেট্রোপলিটনের চিফ ম্যাজিট্রেটের কাছে আবেদন করা হয়েছে।

সমাজকর্ম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফয়সল আহমদ বলেন, বিভাগীয় প্রধানের ওপর হামলার ঘটনায় আমাদের প্রশাসনের ভূমিকা দূর্বল। প্রতিদিন সাড়ে বারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসে অবস্থান, ধর্মঘট ও মৌনমিছিল কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ