ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্কে ঢাবির আইবিএ চ্যাম্পিয়ন

ঢাকা ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্কে ঢাবির আইবিএ চ্যাম্পিয়ন

ঢাবি: সুপ্রো-ডিইউ আন্তঃবিশ্ববিদ্যালয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। রানার আপ হয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়।



রোববার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

প্রতিযোগিতাটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)। পৃষ্ঠপোষকতায় ছিলো সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্রো)।

চার ফাইনালিস্ট আইবিএ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে পয়েন্টের ভিত্তিতে আইবিএ এবং ব্রাক বিশ্ববিদ্যালয় যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার আপ হয়।

পুরষ্কার হিসেবে বিজয়ী দলকে শিরোপা এবং ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। রানার আপ দলকে দেওয়া হয় ৮ হাজার টাকার প্রাইজমানি।

গত বৃহস্পতিবার থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। এতে অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৪টি দল।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, কোন বিষয়ে বিতর্ক না হলে সত্যটা বেরিয়ে আসেনা। তাই যেকোন বিষয়কেই যুক্তির নিরিখে প্রশ্নবিদ্ধ করতে হবে। তাহলেই উদঘাটিত হবে আসল সত্য।

আইবিএ সম্পর্কে তিনি বলেন, দেশের এই একটি মাত্র ইনিস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকেই সুশৃঙ্খলভাবে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলেও আইবিএ ছিল সব সময়ই সুশৃঙ্খল।

ঢাবি উপাচার্য বলেন, গণতান্ত্রিক দেশের প্রধান শক্তি হচ্ছে তার তরুণ সমাজ। তাই তরুণ সমাজকে হতে বুদ্ধিদীপ্ত এবং ডায়নামিক। বিতর্ক চর্চার মাধ্যমে তরুণ প্রজন্ম সুনাগরিক হিসেবে গড়ে ওঠে বলেও মন্তব্য করেন তিনি।

ডিইউডিএস’র সভাপতি শামীমা আক্তার জাহান পপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিইউডিএস’র মডারেটর অধ্যাপক মাহবুবা নাসরিন। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শোয়াইব।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ