ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ‘টেকসই উন্নয়নের মূল কথা সাক্ষরতা আর দক্ষতা’ এ প্রতিপাদ্য নিয়ে খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৪ পালিত হয়েছে।

সোমবার এ দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে সকাল ১১টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও র‌্যালি বের হয়।

আলোচনা সভায় খুলনার জেলা প্রশাসক আনিস মাহমুদ সভাপতিত্ব করেন।

এ সময় তিনি বলেন, সরকার ঘোষিত ভিশন ২০২১-এর মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে প্রতিষ্ঠিত করতে সবার আগে নিরক্ষরমুক্ত করতে হবে। আর এর জন্য সংশ্লিষ্টদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে যার যার অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে।  

তিন বলেন, শিক্ষা মানুষকে আলোকিত ও দক্ষ মানব সম্পদে পরিণত করে। দেশের সার্বিক উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুল হক খান এবং বিভাগীয় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ম. জাভেদ ইকবাল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ার হোসেন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ এবং করোনেশন বালিকা বিদ্যালয়ের ছাত্রী মনিকা দেবনাথ কথা।

স্বাগত বক্তব্য করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো’র সহকারী পরিচালক মো. আবু ইকবাল।

এর আগে এ উপলক্ষে জেলা স্কুল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।   র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়।

১৯৯৬ সাল থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সাক্ষরজ্ঞান সম্পন্ন করার লক্ষ্যে ৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ