ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-বর্জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাকনবি) শিক্ষক মোল্লা আমিনুল ইসলামকে লাঞ্ছিতের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষক সমিতি।

মঙ্গলবার সকাল থেকে তা এ কর্মসূচি পালন করেন।

এদিন তারা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষা কার্যক্রমে অংশ নেননি।

জাকনবি শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক উজ্জ্বল কুমার প্রধান বাংলানিউজকে জানান, সোমবার শিক্ষক সমিতির সভাপতিকে ছাত্রলীগ কর্মীরা লাঞ্ছিত করেছে। এর প্রতিবাদে সমিতি এ কর্মসূচি পালন করছে।

এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তবে বিশ্ববিদ্যালয়ের দু-একটি বিভাগে বিচ্ছিন্নভাবে ক্লাস হয়েছে বলে জানা গেছে।

এছাড়া একই ঘটনায় পূর্ব নির্ধারিত এক ঘণ্টা কলম বিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ।

অন্যদিকে শিক্ষক সমিতির নেতাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলমকে অপমান করার প্রতিবাদে ‘বিশ্ববিদ্যালয় পরিবার’ ব্যানারে দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

তবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দাবি করেছে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

মেয়াদ থাকা সত্ত্বেও একক সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম তিন বিভাগের নিয়োগ বোর্ডের এক্সপার্ট পরিবর্তন করায় এবং সাবেক রেজিষ্ট্রার আমিনুল ইসলাম ও শিক্ষক ড. শামসুদ্দিন চৌধুরীকে পুনর্বহালের চেষ্টার দায়ে সোমবার উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির নেতাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এ ঘটনায় উপাচার্য প্রথমে পদত্যাগের চেষ্টা করেন। পরে আবার তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

এ ঘটনার জের ধরে ছাত্রলীগ কর্মীরা শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলামকে লাঞ্চিত করে ও তার কক্ষ ভাংচুর করে।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ