ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, সেপ্টেম্বর ৯, ২০১৪
গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন ও বিশ্ববিদ্যালয় এলাকায় অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দেওয়া হয়।

তবে যথারীতি ক্লাস চলছে।

এদিকে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. জাকির হোসেন বাদী হয়ে ৩১ জন শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো শতাধিক শিক্ষার্থীকে আসামি করে মামলা দায়ের করেন।

সংঘর্ষের ঘটনায় সোমবার রাতে আটক ৬ শিক্ষার্থীকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্যা।

অপরদিকে, মামলা ও হয়রানির ভয়ে ইতোমধ্যে হল ছেড়েছেন অসংখ্য শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম খায়রুল আলম খান বাংলানিউজকে জানান, বিজনেস স্টাডিস অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আশরাফ আলীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলের ভাড়া কমানো, বিশুদ্ধ পানি সরবরাহ, ছাত্র সংসদের নির্বাচনসহ ১৭ দফা দাবিতে কর্মসূচি পালনকালে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।