ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুকে কটুক্তি করায় জবি সাংবাদিক লাঞ্ছিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
বঙ্গবন্ধুকে কটুক্তি করায় জবি সাংবাদিক লাঞ্ছিত

জবি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে কটুক্তিয় এক সাংবাদিককে লাঞ্ছিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ নেতারা।

মঙ্গলবার বিকেলে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় ওই সাংবাদিকের পক্ষ নেওয়ায় জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ওপর ক্ষুব্ধ হয়েছেন সাধারণ নেতা-কর্মীরা।
 
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, বিভাগের সেমিনার রুমে দৈনিক ইনকিলাবের জবি প্রতিবেদক ও তৃতীয় ব্যাচের ছাত্র এম এ মালেক বলেন, বঙ্গবন্ধু জয় পাকিস্থান বলেছিলেন। তার এ কথা শুনে পাশে থেকে প্রতিবাদ করেন জবি ছাত্রলীগ সহ-সভাপতি সোহেল।

এ সময় সাংবাদিক ও ছাত্রলীগ নেতার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই সাংবাদিককে চড় মারেন সোহেল। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম।

তিনি ওই সাংবাদিকের পক্ষ নিয়ে ছাত্রলীগ কর্মীদের বলেন, চড় মারার প্রতিবাদ করেন। এতে করে তার ওপর ক্ষুব্ধ হন অন্য নেতারা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধুকে কটুক্তি করার পরও জবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম শিবিরপন্থি সাংবাদিকের পক্ষ নিয়ে আমাদের হুমকি দিয়েছেন। এতে আমরা হতাশ।
 
এ ব্যাপারে জবি ছাত্রলীগ সহ-সভাপতি বাংলানিউজকে সোহেল বলেন, মালেক জাতির জনককে নিয়ে কটুক্তি করায় আমি তাকে চড় দিয়েছি।  

অন্যদিকে ওই সাংবাদিক এম এ মালেক বাংলানিউজকে বলেন, তেমন কিছু হয়নি। শিক্ষকরা ঘটনাটি মিমাংসা করে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘন্টা, সেপ্টেস্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ