ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পড়তে চাই ঢাবির ‘ক’ ইউনিটে পছন্দের বিষয়ে

সাখাওয়াত আমিন, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
পড়তে চাই ঢাবির ‘ক’ ইউনিটে পছন্দের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ ফল নিয়ে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ করা শিক্ষার্থীদের বড় অংশই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান। সবাই চান পছন্দসই বিষয়ে পড়তে।



চিরযৌবনা ও কালের সাক্ষী কার্জন হলকে ঘিরেই যেন তাদের স্বপ্ন আবর্তিত হয়। গবেষণা ও নতুন কিছু জানার প্রত্যয়ে নবীনদের চোখে ঘুরছে।  

ইতোমধ্যে ভর্তিচ্ছুরা নিজেকে কঠিন ভর্তি যুদ্ধের জন্য প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়েছে। সে যুদ্ধে অপেক্ষাকৃত মেধাবীরাই নিজের স্থান করে নেয়।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ১ হাজার ৬৪০ আসনের বিপরীতে ৮১ হাজার ৯৪৮ ভর্তিচ্ছু আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫০ জন। সুতরাং প্রতিযোগিতা যে কত তীব্র হয় তা সহজেই অনুমেয়।

কিন্তু ১৬৪০ জনের মধ্যে স্থান পাওয়াটাই চ‍ূড়ান্ত নয়। পছন্দের বিষয় পেতে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে প‍ূরণ করতে হবে কিছু শর্তও। অন্যথায় মেধা তালিকায় প্রথম দিতে থেকেও অনেকেই কাঙ্ক্ষিদ বিষয়ে ভর্তি হতে পারবে না।

ক ইউনিটের বিভিন্ন শর্ত:
‘ক’ ইউনিটের অধীন ৫টি অনুষদ ও ৪টি ইনস্টিটিউটে বিভাগ রয়েছে মোট ২৭টি। এই ২৭ টি বিভাগে ভর্তির জন্যই রয়েছে আলাদা আলাদা শর্ত।
ভর্তি পরীক্ষা:

মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত, জীব বিজ্ঞান, বাংলা ও ইংরেজি বিষয়ে সমান সংখ্যক প্রশ্ন করা হবে। এর মধ্যে ভর্তিচ্ছুকে উচ্চ মাধ্যমিকে অধীত বিষয় অনুযায়ী চারটি বিষয়ের উত্তর দিতে হবে।

পরীক্ষার্থী চাইলে তার চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি বিষয়ের উত্তর করতে পারবে। যারা সর্বোচ্চ দুটি বিষয় পড়েনি তারাও বাংলা অথবা ইংরেজি বিষয়ে উত্তর করতে পারবে।
 
বিজ্ঞান অনুষদ:
বিজ্ঞান অনুষদের অধীনে পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত, ফলিত গণিত এবং পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগ রয়েছে।

পদার্থ বিজ্ঞান:
মৌলিক বিজ্ঞানের অন্যতম প্রধান এ বিভাগে ভর্তি হতে চাইলে উচ্চ মাধ্যমিকে আপনার পদার্থ বিজ্ঞান এবং গণিত বিষয়ে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান এবং গণিত অংশে কমপক্ষে ১৫ নম্বর করে পেতে হবে।

রসায়ন: এ বিভাগে নিজের জায়গা করে নিতে উচ্চ মাধ্যমিকে ওই বিষয়ে এ গ্রেড ছাড়া পদার্থ ও গণিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষার রসায়ন অংশে কমপক্ষে ১২ নম্বর পেতে হবে।

পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান: বর্তমানে চাহিদা সম্পন্ন এ বিভাগে ভর্তি হতে হলে উচ্চ মাধ্যমিকে গণিত বিষয়ে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষায় গনিত অংশে পেতে হবে কমপক্ষে ১৫ নম্বর।

গণিত: এ বিভাগে ভর্তি হতে হলে উচ্চ মাধ্যমিকে এ বিষয়ে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। ভর্তি পরীক্ষায় গণিত অংশে পেতে হবে ১৫ নম্বর।
ফলিত গণিত: প্রায়োগিক গণিতের এ বিষয়ে নিজের স্থান পেতেিএইচএসসিতে গণিতে এ গ্রেড থাকতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষায় এ অংশে কমপক্ষে ১৫ নম্বর পেতে হবে।

জীব বিজ্ঞান অনুষদ:
জীব বিজ্ঞান অনুষদের অধীন বিভাগ রয়েছে মোট ৮টি। এগুলো হচ্ছে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, মনোবিজ্ঞান, অনুজীব বিজ্ঞান, ও মৎস বিজ্ঞান বিভাগ।

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান: এ বিভাগে ভর্তি হতে হলে উচ্চ মাধ্যমিকে রসায়ন বিভাগে ন্যূনতম বি গ্রেড এবং পদার্থ বিজ্ঞান ও গণিতে সি থাকতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষার রসায়ন অংশে কমপক্ষে ১২ নম্বর পেতে হবে।

প্রাণি ও উদ্ভিদ বিজ্ঞান: এ দুই বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে জীব বিজ্ঞান বিষয়ে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষার জীব বিজ্ঞান অংশে পেতে হবে ১২ নম্বর।

প্রাণ রসায়ন ও অনুজীব বিজ্ঞান: এ বিভাগে ভর্তির ক্ষেত্রে এইচএসসিতে রসায়নে কমপক্ষে এ মাইনাস এবং গণিত ও জীব বিজ্ঞান বিষয়ে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে। ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞান অংশে পেতে হবে ১৫ নম্বর।

মনোবিজ্ঞান: এ বিভাগে ভর্তির জন্য এইচএসসিতে ইংরেজি বিষয়ে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে। এছাড় অতিরিক্ত কোনো শর্ত নেই।

অনুজীব বিজ্ঞান: এজন্য উচ্চ মাধ্যমিকে রসায়নে এ মাইনাস এবং জীববিজ্ঞান অথবা গণিতে একই গ্রেড থাকতে হবে। ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞান উভয় অংশে পেতে হবে ১২ নম্বর।

মৎস বিজ্ঞান বিভাগ: এ বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে গণিত ও জীব বিজ্ঞানে বি এবং পরীক্ষায় জীব বিজ্ঞানে ১৪ নম্বর পেতে হবে।
জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি: এ বিভাগে ভর্তির জন্য এইচএসসিতে রসায়ন ও জীব বিজ্ঞান বিষয়ে বি গ্রে থাকতে হবে। ভর্তি পরীক্ষায় জীব বিজ্ঞান অংশে ১৫ এবং রসায়ন অংশে ১২ নম্বর পেতে হবে।

ফার্মেসি অনুষদ:
চাকরির বাজারে চাহিদা সম্পন্ন ফার্মেসি বিভাগটি ফার্মেসি  অনুষদের একমাত্র বিভাগ।   এ বিভাগে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক রসায়ন বিভাগে এ গ্রেড এবং জীব বিজ্ঞান বিষয়ে এ মাইনাস এবং গণিত বিভাগে বি গ্রেড থাকতে হবে।
 
ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীব বিজ্ঞান অংশে কমপক্ষে ১৫ নম্বর করে পেতে হবে।

আর্থ অ্যন্ড এনভায়রনমেন্ট অনুষদ:
এ অনুষদের অধীন ভ‍ূগোল ও পরিবেশ, ভূতত্ত্ব এবং ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ রয়েছে।

ভ‍ূগোল ও পরিবেশ বিভাগ: এ ভর্তির জন্য এইচএসসিতে রসায়নে এ গ্রেড এবং পদার্থ বিজ্ঞান/গণিত/জীব বিজ্ঞান বিষয়ে বি থাকতে হবে।
 
এছাড়া ভর্তি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান অংশে ১২ এবং গণিত অথবা জীব বিজ্ঞান অংশে ১২ নম্বর পেতে হবে।

ভূতত্ত্ব বিভাগ: এ বিষয়ে ভর্তি হতে উচ্চ মাধ্যমিকে গণিত বিষয়ে কমপক্ষে এ গ্রেড থাকতে হবে।

ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট: এ বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে গনিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে কমপক্ষে বি গ্রেড করে থাকতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিত অংশে ১২ নম্বর পেতে হবে।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ:
এ অনুষদের অধীন চার বিভাগের মধ্যে ফলিত পদার্থ বিজ্ঞান ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে পদার্থ বিজ্ঞান ও গণিত বিষয়ে কমপক্ষে এ গ্রেড পেতে হবে।

ভর্তি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান ও গণিতে কমপক্ষে ১২ নম্বর করে পেতে হবে।

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ: রসায়ন, পদার্থ বিজ্ঞান এবং গণিত বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে। ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট অংশে ১২ নম্বর করে পেতে হবে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ: এ বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে পদার্থ এবং গণিত বিষয়ে কমপক্ষে বি থাকতে হবে। ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট অংশে ১৮ নম্বর করে পেতে হবে।

নিউক্লিয়ারিং ইঞ্জিনিয়ারিং: এ বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে পদার্থ বিজ্ঞান এবং গণিত বিষয়ে এ মাইনাস গ্রেড পেতে হবে। ভর্তি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান এবং গণিতে ১২ নম্বর করে পেতে হবে।

পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ অনুষদ:
ফলিত পরিসংখ্যান: এ বিভাগে স্থান পেতে হলে উচ্চ মাধ্যমিকে গণিত বিষয়ে কমপক্ষে এ গ্রেড এবং ভর্তি পরীক্ষায় গণিত অংশে কমপক্ষে ১৫ নম্বর পেতে হবে।

পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট: এ বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে রসায়ন ও জীব বিজ্ঞান বিভাগে কমপক্ষে বি গ্রেড এবং ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট অংশে ১২ নম্বর করে পেতে হবে।

তথ্য-প্রযুক্তি ইনস্টিটিউট:
সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ: তথ্য-প্রযুক্তি ইনস্টিটিউটের একমাত্র বিভাগ সফটওয়ার ইঞ্জিনিয়ারিং। এ বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে গণিত বিষয়ে বি গ্রেড এবং ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান অংশে ১২ নম্বর করে পেতে হবে।
ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি:
 
এ অনুষদের অধীনে বিভাগে রয়েটে মোট তিনটি। এগুলো হচ্ছে লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়ার ইঞ্জিনিয়ারিং এবং লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং।

এসব বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে রসায়ন বিষয়ে বি গ্রেড এবং গণিত ও পদার্থ বিজ্ঞানে সি থাকতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষায় রসায়নে ১২ নম্বর পেতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ