ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চবি শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে র‌্যালি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪
চবি শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাসে হামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিবাদ শোভাযাত্রা করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার বেলা সাড়ে ১১টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে বিভাগের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।



পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশ থেকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, বিভাগের সভাপতি অধ্যাপক তানভীর আহমদ, সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস। সমাবেশে উপস্থিতি ছিলেন সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, ড. প্রদীপ কুমার পান্ডে, ড. মুসতাক আহমেদ, শাতিল সিরাজ, সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান, ড. মোজাম্মেল হোসেন বকুল, এবিএম সাইফুল ইসলাম, আমেন খাতুন, মাহাবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ