ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, সেপ্টেম্বর ১৪, ২০১৪
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রোববার দুপুরে শিক্ষকরা মানবন্ধনের অংশ নেন।

এর আগে তারা সকাল ৯টা থেকে দুই ঘণ্টার কর্মবিরতিও পালন করে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. সাইদুল হক বলেন, শিক্ষক সমাজের ওপর এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হোক।

দোষীদের দৃষ্টান্তমূলক শস্তি দেওয়া না হলে শিক্ষক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, একটি স্বাধীন দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এভাবে আক্রান্ত হতে পারেন তা আমাদের জানা ছিল না। এর আগের হামলাগুলোর বিচার না হওয়ায় সন্ত্রাসীরা এ সাহস পেয়েছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।