ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৫, সেপ্টেম্বর ১৬, ২০১৪
জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদের (‘এ’ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।



বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও ওয়েবসাইট (www.jnu.ac.bd ) এ ফলাফল পাওয়া যাবে।

‘এ’ ইউনিটে সর্বোচ্চ ৭৯০টি আসনের বিপরীতে ১৬,৯০০ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৬ হাজার ৪৫৬ জন এবং অন্যান্য বিভাগ থেকে ৪৪৪ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের মধ্য থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৭৪৫ জন ও অন্যান্য শাখা থেকে ৪৫ জন শিক্ষার্থীকে মেধা ভিত্তিতে বিভাগ বরাদ্দ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এ ইউনিটে পাসের হার ২৭.৫০%।

উল্লেখ্য, ৬১,৪৫৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।