ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪
গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৪৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা- ২০১৪ শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।



মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর শারীরিক শিক্ষা বিভাগের মাঠে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
 
দেশের ৮টি শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের (স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল) সব শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উপজেলা থেকে অঞ্চল পর্যায়ের বিজয়ীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ন‍ুরুল ইসলাম নাহিদ বলেন, শ্রেষ্ঠদের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব অর্জন একটি বড় ব্যাপার। এখানে পরাজয়ের কোনো কথা থাকে না। কারণ এ প্রতিযোগিতার সব অংশগ্রহণকারী শ্রেষ্ঠ খোলোয়াড়।

তিনি বলেন, থানা ও উপজেলা পর্যায়ের বিজয়ীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে। এখন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার পর বিজয়ী নির্বাচিত হবে। এটা জাতীয় পর্যায়। এখানে যারা বিজয়ী হবেনা, তারাও বিজয়ী। কারণ এখানে সবাই শ্রেষ্ঠ খেলোয়াড়।

তিনি বলেন, শিক্ষার পাশাপাশি একজন শিক্ষার্থীকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে হবে। কারণ একজন শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলে লক্ষে পৌঁছতে সক্ষম হবে।

তিনি আরো বলেন, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা বাধ্যতামূলক করা হয়েছে। যা শিক্ষা নীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।   সারা দেশ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেষ্ঠ খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে। এ জন্য আমি আনন্দিত।

আগে এ প্রতিযোগিতা নিয়মিত ছিলনা। আমরা বছরে দু’বার এ প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে উদ্যোগ নিয়েছি। বর্তমানে মেয়ে ক্রীড়াবিদদের সংখ্যা বাড়ছে। এটা আমাদের জন্য আনন্দের খবর, বলেন শিক্ষামন্ত্রী।
 
‘৪৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০১৪’ এ ৮টি শিক্ষা বোর্ডের মোট ৪৮১ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্রী ১৬০ জন, ছাত্র ২৬৪ জন এবং ৫৭ জন কর্মকর্তা। প্রতিযোগিতার ৫ম দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাতিমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম, পরিচালক সজল কান্তি মণ্ডল, মাধ্যমিক ও উচ্চ মধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর দিদারুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ