ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

বুধবার থেকে জাবিতে ভর্তি পরীক্ষা শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, সেপ্টেম্বর ১৬, ২০১৪
বুধবার থেকে জাবিতে ভর্তি পরীক্ষা শুরু

জাবি: বুধবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা শুরু হচ্ছে।

মঙ্গলবার এ খবর নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী।



তিনি জানান, ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে এ বছর সিটপ্ল্যান অ্যান্ড্রয়েড অ্যাপসে জানানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এজন্য কম্পিউটার সায়েন্স ‍অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ভর্তি পরীক্ষার সিটপ্লানসহ সময়সূচি সংক্রান্ত একটি ‍অ্যাপস্ তৈরি করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দিয়েছেন।

অ্যাপসটি মোবাইলে ইনস্টল করে ইউনিট ও রোল নম্বর দিলেই পরীক্ষার আসন ও সময় জানা যাবে বলে তিনি জানান।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ১৭ সেপ্টেম্বর ‘এ’ ইউনিট, ১৮ সেপ্টেম্বর ‘ডি’ ইউনিট,  ২০ সেপ্টেম্বর ‘বি’ ইউনিট ও ‘এইচ’ ইউনিট, ২১ সেপ্টেম্বর ‘ই’ ইউনিট ও ‘জি’ ইউনিট, ২২ সেপ্টেম্বর ‘সি’ ইউনিট এবং ২৩ সেপ্টেম্বর ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা শুরু হবে সকাল নয়টায়। ভর্তি পরীক্ষার বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।