ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত হচ্ছে শিশুশিক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত হচ্ছে শিশুশিক্ষা ছবি: সংগৃহীত

ঢাকা: শিশুর সুষ্ঠু বিকাশের জন্য দরকার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ। কিন্তু দেশে শিশুশিক্ষা অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত হচ্ছে বলে দাবি করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জেদ্দা পারভীন খান রিমি।



বুধবার বেলা সাড়ে এগারোটায় ঢাকা রিপোটার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, শিশুরা নোংরা শরীর ও জামা কাপড় নিয়ে শিক্ষাঙ্গনে প্রবেশ করলেও শিক্ষকরা সেদিকে নজর দিচ্ছেন না। এভাবে ‘সবার জন্য স্বাস্থ্য’ স্লোগান কি বাস্তবায়ন করা সম্ভব? প্রশ্ন রাখেন তিনি।

শিশুদের স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক সুজিত রায় নন্দি, সিরাজুম মুনির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ