ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রোববারের পরীক্ষা স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, সেপ্টেম্বর ১৭, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ে রোববারের পরীক্ষা স্থগিত

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী রোববার অনুষ্ঠিতব্য ২০১৩ সালের প্রথমবর্ষ অনার্স পরীক্ষা হরতালের কারণে স্থগিত করা হয়েছে।
 
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিতকৃত পরীক্ষা সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
 
আপিল বিভাগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বৃহস্পতি ও রোববার হরতাল ডেকেছে দলটি।
 
পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তীত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
 
বাংলঅদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।