ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
পবিপ্রবিতে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

পবিপ্রবি: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়ের প্রতিবাদে দুই দফায় ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) হরতাল বিরোধী মিছিল করেছে ছাত্রলীগ।  

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলা’র পাদদেশে এসে শেষ হয়।



মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহসভাপতি শুভ সাহা, সহসভাপতি প্রতাপ চন্দ্র রায় নিলয়, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম শাহরিয়ার মিল্টন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।