ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সামাজিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয় সরানোর রায় স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
সামাজিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয় সরানোর রায় স্থগিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের পাশে সামাজিক শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

ফলে স্কুলটি আগের স্থানেই বহাল থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।



রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আদালত।

আদালতে গার্ল গাইডসের পক্ষে ছিলেন আইনজীবী সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনালের মুরাদ রেজা।
primary_student_1
দীর্ঘদিন ধরে গার্ল গাইডস অ্যাসোসিয়েশন বিদ্যালয়ের জায়গাটি নিজেদের বলে দাবি করে আসছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে ২০১২ সালে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ স্কুলটি সরিয়ে নিতে কর্তৃপক্ষকে চিঠি দেয়। পরে স্কুলটি পাশের নিদু স্মৃতি সরকারি প্রথামিক বিদ্যালয়ের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়।

কিন্তু ২০০৮ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগের আদেশটি বাতিল করে। এই বাতিল আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৮ সালে গার্লস গাইড রিট করে।   চলতি বছরে ফেব্রুয়ারিতে হাইকোর্ট স্কুলটি সরিয়ে নেওয়ার পক্ষে রায় দেন। ওই রায়ের প্রেক্ষিতে রমজানের ছুটিতে স্কুলটিতে উচ্ছেদ অভিযান চালায় গার্ল গাইডস। রাষ্ট্রপক্ষ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। তারই প্রেক্ষিতে আজ এই রায় দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।