ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবি’র বঙ্গবন্ধু হলে আসনের সাক্ষাৎ ২ নভেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
বেরোবি’র বঙ্গবন্ধু হলে আসনের সাক্ষাৎ ২ নভেম্বর ছবি: সংগৃহীত

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আসন বরাদ্দের জন্য আবেদনকারী ছাত্রদের সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া বাংলা, ইংরেজি, অর্থনীতি, গণিত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্রদের সাক্ষাৎকার আগামী ২ নভেম্বর দুপুর ২টায় প্রভোস্ট কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এছাড়াও একই সময়ে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া বাংলা, ইংরেজি, অর্থনীতি এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তি হওয়া ছাত্রদের সাক্ষাৎকার সহকারী প্রভোস্ট কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
 
৩ নভেম্বর বেলা ২টায় ২০০৯- ২০১০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া গণিত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান এবং ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ছাত্রদের সাক্ষাৎকার প্রভোস্ট অফিসে অনুষ্ঠিত হবে।

একই সময়ে ২০০৯- ২০১০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্রদের সাক্ষাৎকার সহকারী প্রভোস্ট অফিসে অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরো জানানো হয়, অন্যান্য শিক্ষাবর্ষের যে সকল ছাত্র বঙ্গবন্ধু হলে আসন বরাদ্দের আবেদন ফরম জমা দিয়েছে তাদের হলে আসন খালি থাকা ও আসন খালি হওয়া সাপেক্ষে পরবর্তীতে সাক্ষাৎকারে ডাকা হবে এবং আসন বরাদ্দ দেওয়া হবে।

তাদেরকে পুনরায় ফরম জমা দিতে হবে না। এছাড়াও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রভোস্ট কার্যালয়ে থেকে জানা যাবে।

সাক্ষাতের সময় বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, এসএসসি/ সমমান ও এইচএসসি/ সমমান পরীক্ষার মূল নম্বরপত্র এবং স্নাতক শ্রেণির সর্বশেষ পরীক্ষার নম্বরপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।