কুবি: ‘Chemistry for Green Living’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কেমিকেল সোসাইটির ৩৭তম বার্ষিক সম্মেলন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের আয়োজনে কুবি ক্যাম্পাসে এ বছর সংগঠনটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ মার্চ) সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক কুবির বিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
জাতীয় এই সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন কুবির উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ।
বাংলাদেশ কেমিকেল সোসাইটির এ সম্মেলনে শুধু বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নানকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
সম্মেলনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য নিবন্ধন কমিটির আহ্বায়ক ও কুবির রসায়ন বিভাগের প্রভাষক মো. আব্দুল মাজেদ পাটোয়ারীর সঙ্গে
( ইমেইল : mamajedp@gmail.com/ ০১৭২২০৫৫১৬৫ ) যোগাযোগ করতে হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫