ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

সিলেট বোর্ডে সেরা ২০ এ হবিগঞ্জের ৪ স্কুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, মে ৩০, ২০১৫
সিলেট বোর্ডে সেরা ২০ এ হবিগঞ্জের ৪ স্কুল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট বোর্ডের সেরা ২০ বিদ্যালয়ের মধ্যে হবিগঞ্জের চারটি শিক্ষা প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে।

এর মধ্যে নবীগঞ্জ উপজেলার হোমল্যান্ড আইডিয়াল উচ্চ বিদ্যালয় অষ্টম, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় নবম, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দশম এবং মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় ১৭তম স্থান লাভ করেছে।



জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা জানায়, এ বছর নবীগঞ্জ উপজেলার হোমল্যান্ড আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ৪৪ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন।

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২১১ জন পরীক্ষার্থীর মধ্যে ২১০ জন কৃতকার্য হয়। পাশের হার শতকরা ৯৯.৫৩ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৫ জন।

বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৭ জন কৃতকার্য হয়। পাশের হার শতকরা ৯৯.৬১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৬২ জন।

এছাড়া, মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ৪০ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ৩০, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।