রংপুর: দেশ ও জাতির উন্নয়নের প্রধান চাবিকাঠি দক্ষ জনশক্তি। আর এই দক্ষ জনশক্তি তৈরির প্রধান কারখানা কারিগরি শিক্ষা।
তাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে।
শনিবার (৫ জুন) রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী টেকসই অর্থনৈতিক উন্নয়নে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার গুরুত্ব শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত এসব কথা বলেন ।
তিনি বলেন, দেশে আজ যদি সকলেই কারিগরি শিক্ষায় শিক্ষিত হতো তাহলে ভিশন-২০২১ অর্জনে দেশ অনেকদূর এগিয়ে যেতো।
কমিশনার বলেন, দেশের মানুষ আজ মানবপাচারের শিকার হয়ে মাঝ সাগরে কিংবা থাইল্যান্ড, মালয়শিয়ার জঙ্গলে প্রাণ দিতো না।
ডিরেক্টরেট অব টেকনিক্যাল এডুকেশন বোর্ড বাংলাদেশ, কানাডা, বিশ্বব্যাংক ও স্টেপ এর আর্থিক সহায়তায় আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব এবং প্রজেক্ট ডিরেক্টর (স্টেপ) মোহাম্মদ ইমরান।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস, ডিরেক্টরেট অব টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ডিরেক্টর জেনারেল শাহাজাহান মিয়ান, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান।
সেমিনার ও আলোচনা সভায় রংপুর অঞ্চলের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, শিক্ষক, সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘন্টা, জুন ৫, ২০১৫
কেএইচ/