ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নর্থ সাউথ-আইইউবি বন্ধ ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
নর্থ সাউথ-আইইউবি বন্ধ ঘোষণা ছবি: কাশেম হারুণ- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে বারিধারায় সড়ক অবরোধ করে দু’টি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে বিকেলে এ ঘোষণা এলো।

আইইউবি কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠান ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। আর নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

ইউনিভার্সিটি কর্তৃপক্ষের এ ঘোষণার মধ্যেও বিকেল ৪টায় বারিধারার যমুনা ফিউচার পার্ক সংলগ্ন প্রগতি সরণিতে বিক্ষোভ চলছিল।

এদিকে, বারিধারার মতো রাজধানীর রামপুরা, উত্তরা, ধানমন্ডি, বনানী, গুলশানসহ বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। তবে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধে দুঃসহ জনভোগান্তি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০১৫/আপডেট ১৬৩৪ ঘণ্টা
এসএমএ/এইচএ/

** ক্যাম্পাসে ফিরে গেছেন ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
** ভ্যাট নেবে না বাংলাদেশ ইউনিভার্সিটিও
** রাজধানীজুড়ে বিক্ষোভ, উত্তেজনা বাড়ছে
** কোনো অ্যাকশনে যাবে না র‌্যাব
** রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভ
** আফতাবনগরে ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীদের সড়ক অবরোধ
** ক্যাম্পাসে বিক্ষোভ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের
** শিক্ষার্থীদের অবরোধ আজও, সতর্কাবস্থায় পুলিশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।