ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
পবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পবিপ্রবি: কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকরা।
 
অষ্টম জাতীয় পে-স্কেল পুনঃনির্ধারণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে রোববার (১৩ সেপ্টেম্বর) তারা এ কর্মসূচি পালন করেন।



পবিপ্রবি শিক্ষক সমিতির ব্যানারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি এবং বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত একাডেমিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট করেন শিক্ষকরা।

এতে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. রবিউল হক, প্রফেসর ড. সুলতান মাহমুদ, প্রফেসর বদিউজ্জামান, প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, প্রফেসর ড. সুলতান আহমেদ, প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, প্রফেসর ড. এ.এস.এম. ইকবাল হোসাইন, প্রফেসর ড. মো. আলমগীর কবির, প্রফেসর জেহাদ পারভেজ প্রমুখ।
 
দাবি আদায় না হওয়া পর্যন্ত আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।