ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে শিক্ষক সমিতির অবস্থান ধর্মঘট

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
রাবিতে শিক্ষক সমিতির অবস্থান ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী বিশ্ববিদ্যালয়: সদ্য ঘোষিত অষ্টম বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ‘মর্যাদাহানি’র প্রতিবাদে ও তাদের জন্য স্বতন্ত্র বেতন কাঠমো ঘোষণার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (রাবিশিস)।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।



শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা বলেন, ১৪ মে থেকে সংবাদ সম্মেলন, অবস্থান ধর্মঘট, আংশিক কর্মবিরতিসহ গণতান্ত্রিক উপায়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট  কোনো আশ্বাস পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, সদ্য ঘোষিত অষ্টম বেতন কাঠামোতে বিশ্ববিদালয় শিক্ষকদের সঙ্গে সিলেকশন গ্রেডে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এরই প্রতিবাদে রোববার আমরা পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।