ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আগামী তিনবছর বেতন বাড়াবে না ইস্ট ওয়েস্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আগামী তিনবছর বেতন বাড়াবে না ইস্ট ওয়েস্ট

ঢাকা: সরকারের ঘোষণায় বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘাড়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধের ভার পড়লেও শিক্ষার্থীদের উপর অতিরিক্ত টিউশন ফি প্রযোজ্য হবে না বলে জানিয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
 
রোববার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অনিন্দিতা প‍াল রামপুরায় নিজ ক্যাম্পাসে সাংবাদিকদের একথা বলেন।



তিনি বলেন, আগামী তিন বছর শিক্ষার্থীদের বেতন বাড়ানো হবে না। এছাড়া সরকার যে ভ্যাটের কথা বলেছে তাও শিক্ষার্থীদের দিতে হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভ্যাট পরিশোধ করবে।
 
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। গত ১০ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা।
 
শিক্ষার্থীদের সড়ক অবরোধে রোববারও অচল ছিল ঢাকা।
 
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ২/৩ বছর পর টিউশনসহ অন্যান্য ফি বাড়ানো হয়। তবে এই ভ্যাটের কারণে তারা আগামী তিন বছর ফি বাড়াবে না।
 
এর আগে এই ইউনভার্সিটি কর্তৃপক্ষ নিজেরাই ভ্যাট পরিশোধের ঘোষণা দেয়।
 
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ও ঘোষণা দিয়েছে, তারা নিজেরাই ভ্যাট পরিশোধ করবে।
 
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এমআইএইচ/বিএস

** স্থগিত, ফের শুরু সোমবার সকালে
** ‘আমাদের আন্দোলন সরকারের সিদ্ধান্তের বিপক্ষে’
** নর্থ সাউথ-আইইউবি বন্ধ ঘোষণা
** ক্যাম্পাসে ফিরে গেছেন ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
** ভ্যাট নেবে না বাংলাদেশ ইউনিভার্সিটিও
** রাজধানীজুড়ে বিক্ষোভ, উত্তেজনা বাড়ছে
** কোনো অ্যাকশনে যাবে না র‌্যাব
** রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভ
** আফতাবনগরে ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীদের সড়ক অবরোধ
** ক্যাম্পাসে বিক্ষোভ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের
** শিক্ষার্থীদের অবরোধ আজও, সতর্কাবস্থায় পুলিশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।