ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবিএটিতে এইচআর ডে-২০১৫

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আইইউবিএটিতে এইচআর ডে-২০১৫

ঢাকা: বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেজ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি’র (আইইউবিএটি) এইচ আর ডে-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর উত্তরায় নিজস্ব ক্যাম্পাসে আইইউবিএটি’র প্লেসমেন্ট অফিসের আয়োজনে শনিবার (১২ সেপ্টেম্বর) এ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন মালটিন্যাশনাল প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রধানরা দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তারা বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম ও ক্যাম্পাসের প্রশংসা করে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনেরর উদ্যোগ সকল গ্র্যাজুয়েট ও বর্তমান ছাত্র-ছাত্রীদের জন্য কার্যকরী পদক্ষেপ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অ্যালামনাই ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটি’র আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জন রিচার্ডস। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান।

অনুষ্ঠানটি পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন আইইউবিএটি’র প্লেসমেন্ট অফিসের এক্সিকিউটিভ বিপ্লব কান্তি দাশ জয়।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।