ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ‘অবমূল্যায়নের’ প্রতিবাদে ও স্বতন্ত্র পে-স্কেল ঘোষণার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা।



বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলাম জানান, আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনে যাবেন তারা।

তিনি বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পঠন-পাঠনের মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু রাখতে। কিন্তু ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে আমাদের আন্দোলনে নামতে বাধ্য করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতির কারণে ক্লাস বন্ধ থাকলেও পূর্বনির্ধারিত পরীক্ষা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।