ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে কৃষি শিক্ষা ও গবেষণায় দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
বাকৃবিতে কৃষি শিক্ষা ও গবেষণায় দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): কৃষি শিক্ষা ও গবেষণায় শিক্ষক-গবেষক ও সম্প্রসারণ কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে দুই দিনব্যাপী কর্মশালা চলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা ইউএসএআইডি ও ভেগার’র অর্থায়নে এ কর্মশালার উদ্বোধন করা হয়।


 
প্রকল্প পরিচালক ড. মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় ও অধ্যাপক ড. মো. মুক্তার আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. লুৎফুল হাসান ও বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. এম এ রহিম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের টেনিসি স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরেন্দ্রা পি সিং।

কর্মশালায় ৬১ জন শিক্ষক-গবেষক ও সম্প্রসারণকর্মী অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।