ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের নতুন প্রভোস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
নজরুল বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের নতুন প্রভোস্ট অধ্যাপক মো. রুহুল আমিন

ময়মনসিংহঃ ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের নতুন প্রভোস্টের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে তিনি হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।



বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. ফজলুল কাদের চৌধুরী জানান, অগ্নিবীণা হল প্রভোস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাফিন ওমরের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. রুহুল আমিনকে দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।

মো. রুহুল আমিন বিশ্ববিদ্যালয়ের প্রথম নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।