ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ সোমবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ সোমবার

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের স্নাতক পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত হবে।

এদিন রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে বলে রোববার (২০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।



এতে বলা হয়, সারাদেশের ১ হাজার ৬৮১টি কলেজের ৫ লাখ ৩২ হাজার ৭৯ পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নেন।

সেশন জট কমানোর লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেওয়া ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী স্নাতক পাস ও সার্টিফিকেট পরীক্ষার ৩ মাসের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।

ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd www.nubd.info থেকে ফল জানা যাবে। এ ছাড়াও যে কোনো মোবাইল থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

এ ক্ষেত্রে যে কোনো অপারেটরের মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu স্পেস Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। এরপর ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।