ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ভর্তির আবেদনপত্র বিতরণ শুরু

ওয়ালিউল্লাহ, জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
জাবিতে ভর্তির আবেদনপত্র বিতরণ শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তির আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে। যা চলবে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।



বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ (এ-ইউনিট), সমাজবিজ্ঞান অনুষদ (বি-ইউনিট), জীববিজ্ঞান অনুষদ (ডি-ইউনিট), বিজনেস স্টাডিজ অনুষদের (ই-ইউনিট) আবেদনপত্রের মূল্য ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫২৫ টাকা করা হয়েছে।

এছাড়া কলা ও মানবিক অনুষদভুক্ত (সি-ইউনিট) প্রতিটি বিভাগের আবেদনপত্রের মূল্য ১৭৫ টাকা করা হয়েছে।

গতবছর ইউনিটভিত্তিক যেকোনো চারটি বিভাগের পরীক্ষার জন্য একটি আবেদনপত্রের মূল্য ছিল ৫০০ টাকা। তবে অন্যান্য অনুষদ এবং ইনস্টিটিউটের আবেদনপত্রের মূল অপরিবর্তিত রাখা হয়েছে।

এদিকে আবেদনপত্রের দাম বাড়ানোর ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বাংলানিউজকে বলেন, পরীক্ষা সংক্রান্ত সব কিছুর খরচ আগের তুলনায় বেড়েছে। তাই ভর্তি ফরমের মূল্যও সামান্য বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।