ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছুটি শেষে খুলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
ছুটি শেষে খুলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

ঢাকা: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলেছে।

রোববার (০৪ অক্টোবর) থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি শুরু হয়েছে।

খুলে দেওয়া হয়েছে আবাসিক হলও। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস।

ঈদের ছুটি উপলক্ষে ২২ সেপ্টেম্বর থেকে ০১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। ২ ও ৩ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ০৪ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।