ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু শুক্রবার

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
বাউবির এইচএসসি পরীক্ষা শুরু শুক্রবার

গাজীপুর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত ২০১৪ সালের এইচএসসি পরীক্ষা শুক্রবার (৯ অক্টোবর) থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এইচএসসি পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে সর্বমোট ১ লাখ ৭২ হাজার ৮০৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ১ম বর্ষে ৯১ হাজার ৩ তিনশ ২৮ জন এবং ২য় বর্ষে ৮১ হাজার ৪৭৭ জন অংশ নিচ্ছে।

সারাদেশে ৩৮২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা প্রতি শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে চলতি বছরের ৫ ডিসেম্বর।

প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের সব ব্যবস্থা নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।