ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের উপর হামলা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
নোবিপ্রবিতে শিক্ষার্থীদের উপর হামলা, আটক ১

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড়ে এ হামলার ঘটনা ঘটে।



পরে ইমদাদুল করিম নামে বহিরাগত এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সূত্র জানায়, দুপুরে বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন বহিরাগত যুবক তাদের উপর হামলা করেন।

শিক্ষার্থীদের চিৎকারে প্রক্টর ও সহকারী প্রক্টররা এসে ইমদাদুল করিমকে আটক করেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

এদিকে, এ ঘটনায় সন্ধ্যায় নোবিপ্রবির প্রক্টর বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।