ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বহিষ্কারের তথ্য শিক্ষাবোর্ডকে দিতে দেরি, কেন্দ্রসচিবকে শো-কজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
বহিষ্কারের তথ্য শিক্ষাবোর্ডকে দিতে দেরি, কেন্দ্রসচিবকে শো-কজ

বরিশাল: পরীক্ষার্থী বহিষ্কারের তথ্য যথাসময়ে শিক্ষাবোর্ডকে না জানানোর অপরাধে এক কেন্দ্রসচিবকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বরিশাল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওয়াতাধীন ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার নলছিটি-৫১১ (নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়) কেন্দ্রের কেন্দ্রসচিব মো. রেজাউল ইসলামকে এ নোটিশ দেওয়া হয়।



বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ্ আলমগীর স্বাক্ষরিত এ নোটিশে বলা হয়েছে, নলছিটি-৫১১ নম্বর কেন্দ্রে চলতি বছরের এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। কিন্তু এ তথ্য যথাসময়ে শিক্ষাবোর্ডকে অবহিত করা হয়নি। তাই কেন সংশ্লিষ্ট কেন্দ্র বাতিল করে কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে না তা ১০ ফেব্রুয়ারি বোর্ডে উপস্থিত হয়ে জানাতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।