ঢাকা: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে উদযাপিত হয়েছে ‘ক্লাব ডে স্প্রিং ২০১৬’।
সম্প্রতি রাজধানীর রামচন্দ্রপুরে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের প্রথম অংশে ক্রিকেট ,ফুটবল আর সাইকেল রেস নিয়ে 'খেলাধুলা পর্ব'। এ পর্বে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নেন। খেলাধুলা পর্বে অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক।
দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সত্য ও সুন্দরের জয়গানের মধ্য দিয়ে এ পর্বের সূচনা করে বিশ্ববিদ্যালয়টির সংস্কৃতি সংসদের সদস্যরা। পরিবেশনায় ছিলেন এলভিন,দোলন,সুমিত, সাঁচি, রেদওয়ান। এ পর্বে অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।
এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সচেতনামূলক নাটিকা ও বিতর্ক প্রতিযোগিতা।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার লে. কর্নেল ফয়জুল ইসলাম, কো-অর্ডিনেটর ইউল্যাব ড. পিংকি শাহ্ বিভাগের শিক্ষক ও ক্লাব অ্যাডভাইসরা ।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আরএইচএস/বিএস