ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেসবুকে ইবি প্রো-ভিসির বিরুদ্ধে পোস্ট, প্রতিবাদে জিডি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
ফেসবুকে ইবি প্রো-ভিসির বিরুদ্ধে পোস্ট, প্রতিবাদে জিডি

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাস অস্থিতিশীল করার মূল নায়ক হিসেবে প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমানকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে অজ্ঞাত-পরিচয় ব্যক্তি।  
 
ফেসবুকের ওই পোস্টে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে ভিসি বিরোধী যেসব আন্দোলন হয় তার মূল ‘নায়ক’ অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেও উল্লেখ করা হয়েছে।

 
 
ফেসবুক পোস্টে উত্থাপন করা এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে সোমবার (১৪ মার্চ) ইবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ জিডি করেন বলে জানা গেছে।
 
এর আগে, রোববার বিকেলে ‘গরম খবর, খবর’ নামে একটি ফেসবুক পেজ থেকে প্রো-ভিসি ড. শাহিনুর রহমান বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করছেন অভিযোগ করে একটি লেখা পোস্ট করা হয়।  
 
সেখানে বেতন বৃদ্ধির দাবিতে কর্মকর্তাদের চলমান আন্দোলনকে অযৌক্তিক দাবি করা হয়। এছাড়া, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান কয়েকজন কর্মকর্তাকে দিয়ে এই আন্দোলন করাচ্ছেন বলেও উল্লেখ করা হয়। লেখাটিতে উপ রেজিস্ট্রার নবাব আলী, প্রো-ভিসির পি এস আব্দুল হান্নান ও কর্মকর্তা গিয়াসকে ক্যাম্পাস অস্থিতিশীল করার আন্দোলনের শ্রেষ্ঠাংশে রয়েছেন বলেও দাবি করা হয়।
 
এদিকে, সোমবার বিকেলে এ প্রতিবেদন লেখার সময় ফেসবুকের ওই পেজটি বন্ধ পাওয়া গেছে।  
 
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬           
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।