ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ‘পাই’ দিবস উদযাপিত

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, মার্চ ১৪, ২০১৬
গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ‘পাই’ দিবস উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের উদ্যোগে সোমবার (১৪ মার্চ) আন্তর্জাতিক পাই (π) দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো বর্নাঢ্য র্যালি, পাই দিবসের বিশেষ কেক কাটা ও পাই (π) এর রহস্যময়তা বিষয়ক প্রবন্ধ পাঠ।



এদিন দুপুর ১টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকেন্ড হিসেবে উৎসর্গ করে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ফলিত গণিত বিভাগের চ্যেয়ারম্যান ড. আব্দুস ছালাম। এসময় বিভাগের সিনিয়র প্রভাষক কণক চন্দ্র রায়সহ বিভাগটির সব শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এসএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।