ঢাকা, শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

শিক্ষা

দ্বিতীয় দিনের পরীক্ষায় বরিশাল বোর্ডে অনুপস্থিত ৬৭৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, এপ্রিল ৫, ২০১৬
দ্বিতীয় দিনের পরীক্ষায় বরিশাল বোর্ডে অনুপস্থিত ৬৭৩

বরিশাল: বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে এইচএসসি দ্বিতীয় দিনের পরীক্ষা।

 

মঙ্গলবার (৫ এপ্রিল) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় বরিশাল বোর্ডে অনুপস্থিত ছিল ৬৭৩ পরীক্ষার্থী।

এর মধ্যে বরিশাল জেলায় ৩০২ জন, ঝালকাঠি জেলায় ৪৮ জন, পিরোজপুর জেলায় ৯৬ জন, পটুয়াখালীতে ৯৪ জন, বরগুনায় ৫৭ জন ও ভোলায় ৭৬ জন রয়েছে।

শিক্ষাবোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, বরিশাল শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী সংখ্যা ৬২ হাজার ৪৮১ জন। এর মধ্যে ৩২ হাজার ৬৭৯ জন ছাত্র ও ২৯ হাজার ৮০২ জন ছাত্রী। গতবছর বরিশাল শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ছিল ৫৬ হাজার ৬৬০ জন।

এদিকে, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বরিশালের মুলাদী উপজেলায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন এই শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।