ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির নতুন রেজিস্ট্রার ড. বারী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
রাবির নতুন রেজিস্ট্রার ড. বারী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমএ বারী।

শনিবার (১ জুলাই) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান তাকে এ পদে নিয়োগ দেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুপুরে বিদায়ী রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। উপাচার্য পুনরাদেশ না দেয়া পর্যন্ত তিনি শিক্ষকতার অতিরিক্ত এ দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক এমএ বারী দ্বিতীয়বারের মতো রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন। এর আগে ২০০৯ সালের ২ মার্চ থেকে ২০১৩ সালের ২০ মার্চ পর্যন্ত ভিসি অধ্যাপক সোবহানের প্রথম মেয়াদে তিনি প্রথম দফায় রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিভাগীয় সভাপতি, ডিন, শিক্ষা পরিষদ, সিনেট, সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিদায়ী রেজিস্ট্রার এন্তাজুল হক ২০১৩ সালের ১ জুলাই দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এদিকে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মজিবুর রহমান যোগদান করেছেন। শিক্ষকতার অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপাচার্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ