ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

জীবনে অনেক দূর যেতে চাই 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, জুলাই ২৩, ২০১৭
জীবনে অনেক দূর যেতে চাই  ছবি: রানা/বাংলানিউজ

মরিয়ম আক্তার, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা শাখা থেকে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। 
 

এত কম জনের মধ্যে জিপিএ-৫ পেয়ে খুবই গর্বিত। এর জন্য আমি প্রথমে আল্লাহকে ধন্যবাদ জানাই।

এরপর আমার মা-বাবাকে ধন্যবাদ জানাই। মা-বাবার অবদানের জন্য আজ জিপিএ-৫ পেয়েছি।  

এছাড়া এতে অবদান রয়েছে মতিঝিল আইডিয়াল কলেজের শিক্ষকদেরও। এখানে শিক্ষকরা অনেক কঠোর পরিশ্রম করেছেন আমাদের জন্যে। সব সময়ই উৎসাহ দিয়েছেন। তাদের অবদানও অনেক আমদের এই রেজাল্টে।  

আমার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া। মা-বাবর স্বপ্ন পূরণ করতে চাই। অনেক দূর এগিয়ে যেতে চাই। জীবনে অনেক বড় হতে চাই।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসআইজে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।